দীঘিনালায় অনুষ্ঠিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড
প্রকাশিতঃ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
২৫৫
বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ।
অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথি মো. মামুনুর রশিদ বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচেতনাবোধ সৃষ্টি করে, যা তাদের ভবিষ্যতে আরো সৃজনশীলতার দিকে নিয়ে যাবে।’
বিজ্ঞান মেলায় ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৈজ্ঞানিক উদ্ভাবন এবং প্রকল্প প্রদর্শিত হয়। প্রধান অতিথি এবং অতিথিরা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটির মধ্য দিয়ে স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পগুলো সম্পর্কে মন্তব্য করেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। যেখানে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ ও অলিম্পিয়াডে তাদের বিজ্ঞানমূলক জ্ঞান পরীক্ষা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং শিক্ষামূলক, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করেছে।