1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
শীতার্তদের মাঝে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

শীতার্তদের মাঝে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম রাম রতন কার্বারী পাড়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (বেবি-টাইগার্স)।
আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার)সকাল ১০টায় দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট ল কর্ণেল ওমর ফারুক (পিএসসি)-এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ডিবি পাড়া, নৌকা ছড়া, তেবাংছড়াসহ প্রায় ১৫টি গ্রামের অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়।
শুধু শীতার্তদের পাশে দাঁড়ানো নয়, দীঘিনালা জোনের পক্ষ থেকে এসময় শিক্ষার্থীদের জন্য খেলাধুলা সামগ্রীও বিতরণ করা হয়। স্কুল শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনের মতো ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।
স্থানীয় বাসিন্দা লক্ষীধন চাকমা জানান, ‘এই শীতে সেনাবাহিনীর দেওয়া কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এটি আমাদের জন্য অনেক বড় সহায়তা।’
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করে আসছে। ভবিষ্যতেও আমরা এ ধরণের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।:
উল্লেখ্য, দীঘিনালা জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ