1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানদার ও পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর পক্ষে মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ।
এই সময় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলার পিআইও মো. সুমন মিয়া, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ মাইসছড়ি ইউপির গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য গত ১৫ জানুয়ারী বিদুৎ এর শর্টসার্কিটের কারনে আগুন লাগলে মাইসছড়ি বাজারের দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও একটি বসত বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ