1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার'র কাউন্সিল-২০২৫ সম্পন্ন - আলোকিত খাগড়াছড়ি

বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার’র কাউন্সিল-২০২৫ সম্পন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার এর বিশেষ কাউন্সিল সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি জেলা রোভার এর এডহক কমিটির আহ্বায়ক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
কাউন্সিল সভায় নব গঠিত কমিটির কমিশনার হিসেবে গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন এবং সম্পাদক হিসেবে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে চেঙ্গী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম নির্বাচিত হন।
এসময় ন্যাশনাল সাভির্স অ্যাওয়ার্ড অর্জন করায় দীঘিনালা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. ইব্রাহিম, রামগড় সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তারেক হোসেন, চেঙ্গী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট দিগন্ত বড়ুয়া ও
খাগড়াছড়ি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আরাফাত হোসেন রিজভী কে খাগড়াছড়ি জেলা রোভারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, রামগড় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. আব্দুল লতিফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ