1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাঘাইছড়িতে জেএসএস এর চাঁদাবাজ আটক - আলোকিত খাগড়াছড়ি

বাঘাইছড়িতে জেএসএস এর চাঁদাবাজ আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ১১৯ বার পড়া হয়েছে
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে চাঁদাবাজি করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর  হাতে ফারুক হোসেন (৩০) নামে এক যুবক আটক হয়েছে। সে বাঘাইছড়ি পৌরসভার মধ্যম পাড়া এলাকার ফিরোজ মিঞার ছেলে।
বাঘাইছড়ি থানার ওসি তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবক দীর্ঘদিন যাবৎ জেএসএস (সন্তু) গ্রুপের হয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে চলমান সংস্কার কাজে জেএসএস (সন্তু) দলের হয়ে চাঁদার জন্য নিয়মিত চাপ দিয়ে আসছে  বিষয়টি গোপন সুত্রে জানতে পেরে হাসপাতাল এলাকায় নজরদারী বাড়ায় নিরাপত্তা বাহিনী।
১১ এপ্রিল শনিবার রাত ১০ ঘটিকায় পূর্বে দাবী করা চাঁদার টাকা সংগ্রহ করতে আসে আটক যুবক। এসময় স্থানীয় লোকজন সংবাদ দিলে তাৎক্ষানিক ঘটনাস্থলে  উপস্থিত হয় বিজিবি ও পুলিশ পরে  তাকে হাসপাতালের ২য় তলা থেকে হাতেনাতে আটক করে।
হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান শাহআমানত ট্রেডিং এর মালিক  মহিউদ্দিন শাহকে খুজতে এর আগেও ২ বার হাসপাতালে আসে ফারুক হোসেন ও তার দুই সহযোগী। ঠিকাদারের  মেনেজার  মোঃ আলতাফ আলী (৩৮) কে টাকা না দিলে অপহরন, মেরে ফেলাসহ  বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। আজও আবার এসে নানান ভয়ভীতি দেখাচ্ছিল। আমরা বিষয়টি বুজতে পেরে বিজিবিকে সংবাদদিলে বিজিবি ও পুলিশ দ্রুত যৌথ ভাবে হাসপাতালে এসে তাকে হাতেনাতে আটক করলে। আর তার দুই সহযোগী পালিয়ে যায়।
এসময় পালাতে গিয়ে দেয়ালে বাড়ি খেয়ে মাথায় কিছুটা আঘাত পায় আটক যুবক। পরে হাসপাতালেই  প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আটক যুবককে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে থানা হাজতে রয়েছে। প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ