হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩ নং কবাখালী ইউনিয়নের কবাখালী বাজারে রানা ডিজিটাল স্টুডিও নামের একটি দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
দোকানের মালিক ও সাংবাদিক সোহেল রানা জানান, গত শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে এই চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা তার দোকান থেকে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ, একটি পোর্টেবল হার্ডডিস্ক, নিক্কন ব্র্যান্ডের ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ড নিয়ে গেছে।
সোহেল রানা বলেন, “আমার ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এটি সাধারণ চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে, সেটি তদন্তের দাবি রাখে।” তিনি আরও বলেন, “দোকানে আরও দামি মালামাল ছিল, কিন্তু চোর শুধু ল্যাপটপ, হার্ডডিস্ক এবং ক্যামেরার কিছু সরঞ্জামই নিয়ে গেছে। এতে সন্দেহ হয়, চুরির পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি না।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, “আমরা চুরির ঘটনার তদন্ত করছি এবং সম্ভাব্য অপরাধীদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”