1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২০ বার পড়া হয়েছে

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ কাউন্সিলর প্রার্থী মনোননয়নপত্র  প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোননয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ রাজু আহমেদের কাছে তার প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি। মনোননয়ন প্রত্যাহার কৃত প্রার্থী হলেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:সুরুজ মিয়া।

মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩জন। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো:শামছুল হক, বিএনপির মেয়র প্রার্থী, মো:শাহ জালাল কাজল। এছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন এমএম জাহাঙ্গীর আলম ।

এছাড়াও ৯টি ওয়ার্ড থেকে ৪০ জন সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৬জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: রাজু আহমেদ জানান,মাটিরাঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে,বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ