1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব; সংকেত বেড়ে ৬, লাগাতার বর্ষণে স্থবির জনজীবন - আলোকিত খাগড়াছড়ি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব; সংকেত বেড়ে ৬, লাগাতার বর্ষণে স্থবির জনজীবন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

আলোকিত খাগড়াছড়ি ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সারাদেশের মতো খাগড়াছড়িতেও তা অব্যাহত রয়েছে। এতে করে লাগাতার বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি বৃষ্টিতে মাটি নরম হয়ে বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসেরও আশংকা দেখা দিয়েছে। এজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন।

তিনি বলেন, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আজ দুপুর নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এর প্রভাবে, কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ইমাম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মিধিলি বর্তমানে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে।

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন ‘মিধিলি’ খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করছে।

 

 

ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত রাত থেকেই এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ