নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবীর চেক বিতরণ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় এ চেক বিতরণ করা হয়। এর আগে গতকাল শুক্রবার বীমা দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ে আরও ১ কোটি ৫ লাখ টাকার বীমা দাবীর চেক বিতরণ করা হয়। দুইদিনে মোট ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবীর চেক বিতরণ করা হলো।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি খাগড়াছড়ি জোন প্রধান ইসমাইল হোসেন সবুজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজাতীয় টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, ন্যাশনালা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া প্রধান আমিনুল ইসলাম চৌধুরী, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি পৌরসভা’র প্যানেল মেয়র মো. শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা একটি সেবামূলক প্রতিষ্ঠান। বীমার মাধ্যমে মানুষ সঞ্চয় মুখি হয় ও আর্থিকভাবে স্বাবলম্বী হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা শিল্পের সাথে সম্পৃক্ত ছিলেন। এই জন্য বর্তমান সরকার বীমা শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন।
উল্লেখ্য যে, ২০২০ সালে খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স খাগড়াছড়ি জোন অফিসে বার্ষিক মেয়াদী ১ টি বীমা পলিসি করেন। বীমার ৩ কিস্তি মোট ৬ লক্ষ ৩
হাজার ৩ শত টাকা প্রদানের পর ২০২৩ সালের মে মাসে ব্রেন স্টোক জনতি কারনে মৃত্যু বরন করেন ইব্রাহিম খলিল। বীমা দাবির চুক্তি অনুযায়ী তার পরিবারকে ২৬ লক্ষ ৯ হাজার ৩ শত টাকার চেক ও সাথে আরো মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদেরসহ মোট ১ কোটি ২০ লক্ষ টাকার প্রদান করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী খাগড়াছড়ি জোন।