1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দ্রুত বিদ্যুৎ ফিরে পেতে গ্রাহকদের সহযোগিতা চাইলো খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগ - আলোকিত খাগড়াছড়ি

দ্রুত বিদ্যুৎ ফিরে পেতে গ্রাহকদের সহযোগিতা চাইলো খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে
আলোকিত খাগড়াছড়ি ডেস্ক:
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খাগড়াছড়িতে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। সে সাথে রয়েছে জড়োবাতাস। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে এ বৃষ্টিপাত চলছে এখনো। এতে করে পাহাড় ধসের পাশাপাশি বন্যার আশংকাও দেখা দিয়েছে। তা মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগ। দুপুর ২টার পর থেকে খাগড়াছড়িতে বিদ্যুৎ নেই। তবে খাগড়াছড়ি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুগত সরকার।
খাগড়াছড়িতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই বলে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় বিদ্যুৎ বিতরণ বিভাগ। এতে বিদ্যুৎ না থাকার কারণ ব্যাখ্যা করা হয়েছে। দূর্ঘটনা এড়াতে এবং দ্রুত বিদ্যুৎ ফিরে পেতেও গ্রাহকদের সহযোগিতাও কামনা করা হয় এই স্ট্যাটাসে। বিদ্যুৎ বিতরণ বিভাগের ফেসবুক পেজ ‘BPDB Khagrachari’ নামে আইডি থেকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য নিম্নে লে ধরা হলো-
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য:
ডিজিটাল যুগে বিদ্যুৎ যেমন একটি মৌলিক অধিকারের দাবীদার, ঠিক তেমনি প্রাণঘাতী। দুর্যোগ চলাকালীন বিদ্যুতের জন্য অস্থিরতা প্রকাশ করবেন না। আপনার বিদ্যুৎ সংযোগটি আপনার বাড়ির আঙিনায় হলেও তার সোর্স অর্থাৎ যে স্থান থেকে সরবরাহ করা হয় সেটা ৫ কিমি থেকে ১০০ কি:মি: পর্যন্ত দূরবর্তী স্থান হতে পারে। আপনার এলাকার আবহাওয়া ভালো হলেও সোর্সের দিকে সমস্যা হতে পারে। কাজেই দূর্যোগ চলাকালীন বিদ্যুৎ পাওয়ার জন্য অস্থিরতা প্রকাশ না করে আমাদের সহযোগিতা করুন। আমরা আপনার আঙিনায় নিরাপত্তার সহিত বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। নিন্মলিখিত বিষয় গুলো মেনে চললে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারবো ইনশাআল্লাহ:
১) কোন ছেঁড়া তার চোখে পড়লে কেউ স্পর্শ করবেন না, তাৎক্ষণিক নিকটবর্তী অফিসে তথ্য দিন।
২) বিদ্যুৎ লাইনের উপর গাছ বা গাছের ডাল পালা বা অন্য কোন বস্তু দৃষ্টিগোচড় হলে অফিসে জানান। (বিদ্যুৎ বিলের কাগজ এর পিছনে সব অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নাম্বার দেয়া আছে)।
৩) ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোন সময় বৈদ্যুতিক খুঁটি বা টানা তারে হাত দিবেননা।
৪) মিটারের কভার তার আপনার টিনের চালে লেগে কেটে গিয়ে থাকলে অফিসে খবর দিন, নিজে হাত দিবেননা। কোন কভার তারে কাপড় শুকাতে দিবেননা।
৫) প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক, যেকোনো কাজে বিদ্যুৎ কর্মীগন সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।
পরম করুণাময় আমাদেরকে সকল দুর্যোগ মোকাবেলা করার ধৈর্য শক্তি দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ