1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মী নিহত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার সন্ধ্যা থেকে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃষ্টিপাত। সোমবার রাতে ঝড়-তুফানে খাগড়াছড়ির আলুটিলায় প্রধান সড়কের উপর গাছ ভেঙে পড়েছে।  রাস্তায় ভেঙে পড়া এ গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।
নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. রাসেল হোসেন (২০)। সে ঢাকার ধামরাই উপজেলার আব্দুল রাজ্জাকের ছেলে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, ‘খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আলুটিলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন রাসেল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে লাগাতার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে আলুটিলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাক গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এছাড়াও জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা হওয়ার আশংকাও দেখা দিয়েছে। সোমবার দুপুর থেকে খাগড়াছড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন। সে সাথে চলছে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়। এতে করে পুরো জেলায় এক অস্থিবরতা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ