হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) মাগরিবের আগে থানার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয় চৌধুরী।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব জামালুল হাসান জামিল।
অনুষ্ঠানে অতিথিরা রমজানের গুরুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ইফতার পূর্ব মুহূর্তে দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়।