সাজু আহমেদ, খাগড়াছড়ি:
ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার নিয়ে সুবিধা বঞ্চিত পরিবারের মুখে হাসি ফোঁটিয়েছে একঝাক তরুণ তরুণী।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় খাগড়াছড়ি সদরের শালবন, মোহাম্মদপুর, আদর্শ পাড়া, এডিসি হিল ও পানখাইয়া পাড়া এলাকায় কিছু সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রীর উপহার হিসবে পৌঁছে দেওয়া হয়। কিছুদিন পূর্বে এই তরুণ তরুণীদের ফেসবুক পোস্টে উল্লেখ করা দুই ব্যক্তি সহ বেশকিছু পরিবারকে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে তারা।
ঈদ উপহারের মধ্যে ছিল লাচ্চা সেমাই ২ প্যাকেট, কুলচুম সেমাই ২ প্যাকেট, হালিম ১ প্যাকেট, পাস্তা ১ প্যাকেট, মটর (চটপটি) ৫০০ গ্রাম, নুডুলস- ৮ প্যাকেটের ১ টি, চটপটি মশলা ১টি, তেল ৫০০ মিলিগ্রাম, বাদাম ১০০ গ্রাম, কিসমিস ১০০ গ্রাম, আলু ১ কেজি, পেঁয়াজ ৫০০ গ্রাম, ডিম ৫ টি, কৌটা দুধ ১টি, চিনি ৫০০ গ্রাম।
এই ভিন্ন আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয় করে নাজমুস সাকিব (নাজমুল), আমিনুল ইসলাম (রাজু), আফরোজা আক্তার (পপি), ইমরান হোসেন (আসিফ), মোহাম্মদ আল আমিন, আব্দুল আল নোমান, সাজু আহমেদ, আফরোজা আক্তার (সিক্তা), জান্নাতুল ফেরদৌস ও বনিনুর ইসলাম মিলে উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করেন।
সমন্বয়কারীদের পক্ষে আফরোজা আক্তার পপি বলেন, ‘আমরা সবাই স্বেচ্ছাসেবক।
খেটে খাওয়া মানুষদের জন্য ভালো কিছু করতে পারলে আমরা আত্মতৃপ্তি পাই। দেশের যেকোনো দূর্যোগকালীন সময়ে আমরা সাধারণ মানুষদের মাঝে ভালো কিছু উপহার দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা বছরের বিভিন্ন সময় এরকম ভিন্ন কিছুর আয়োজন করে থাকি।
আমাদের আজকের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চেষ্টা করেছি খেটে খাওয়া পরিবার গুলোর মুখে হাসি ফোঁটাতে তাই আমরা এই ‘ঈদ উপহার’ উদ্যোগ গ্রহণ করি এবং তা বাস্তবায়নের জন্য পরিবারগুলোর মাঝে তা যথাযথভাবে পৌঁছে দিই।
তিনি আরও বলেন,আমাদের এই ভিন্ন আয়োজনের ধারা আগামীতেও বজায় থাকবে এবং পরিবারগুলোর মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে আমরা তা বাস্তবায়নে কাজ করে যাব।