শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের থুইচাসিং মারমা (২১) নামে এক গার্মেন্টস কর্মী আকস্মিকভাবে মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) শেষ রাতে তার নিজ বাস গৃহে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তার প্রতিবেশি ৭টি ঘর ও ১০টি দোকান উপজেলা প্রশাসনের নির্দেশে লক ডাউন করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম থেকে তিনি ১২ দিন পূর্বে বাঙ্গালহালিয়ায় আসেন। স্বাভাবিক ভাবে তিনি চলাফেরাও করছিলেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুম গেলে ভোর সকালে আকস্মিক ভাবে মৃত্যু হয় তার।
তার মৃত্যুর সংবাদ পেয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাজস্থলী অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তার পিতা প্রুথোয়াই মারমা বলেন, আমার ছেলে সম্পূর্ণ শারিরীক ভাবে সুস্থ ছিলেন ঠিক কি কারণে তিনি মারা গেছেন তা বুঝতেছিমা। নিহতের বন্ধু অপু বলেন, তাকে দেখে আমার কাছে অসুস্থ লেগেছিল তাই আমি কয়েকদিন পূর্বে তাকে বাসায় থাকতে বলি।
বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, আকস্মিক ভাবে ছেলেটির মৃত্যু হয়েছে। ঠিক কিভাবে সে মারা গেছে সেটা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। তাই উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর তার নমুনা সংগ্রহ করেছেন এবং রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুউহ্লা অং মারমা বলেন, চট্টগ্রাম থেকে আসা গার্মেন্টস শ্রমিক থুইচাসিং মারমা (২১) ১২ দিন পূর্বে বাড়ীতে আসে হঠাৎ মারা যায়। আমরা সম্পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে তার নমুনা সংগ্রহ করেছি এবং সম্পূর্ণ আইনানুগ ভাবে তার দাফনের ব্যবস্থা করছি। তিনি কিভাবে মারা গেছেন রিপোর্ট না আসা পর্যন্ত তা নিশ্চিত নয়।
তারপর মৃত ব্যক্তির লাশ সৎকার করার জন্য সরকারি ভাবে ব্যবস্থা করা হয়।