পানছড়িতে নতুন করে আরো সাতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
২৫ এপ্রিল শনিবার পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমার নির্দেশনায় মেডিক্যাল টেকনোলজিষ্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা এসব নমুনা সংগ্রহ করেন। যাদের নমুনা নেয়া হয়েছে তারা নারায়নগঞ্জ, সাভার ও আশুলিয়া থেকে ফেরা।
ডা: অনুতোষ চাকমা জানান, ৮ এপ্রিল থেকে অদ্যবধি পর্যন্ত সন্দেহজনক ২০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে চারটির ফলাফল নেগেটিভ এলেও বাকী ফলাফল এখনো হাতে আসেনি।