1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়িতে এই পর্যন্ত প্রাপ্ত ১৬ জনের রিপোর্ট নেগেটিভ - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়িতে এই পর্যন্ত প্রাপ্ত ১৬ জনের রিপোর্ট নেগেটিভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২২৯ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন রকম কর্মসূচি গ্রহন করেছে। যা এখন ও চলমান রয়েছে।
সারা দেশের ন্যায় মহালছড়িতেও প্রবাসী তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকদেরকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মহালছড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলো ১০৯ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলো ৫৮১ জন। সর্বমোট কোয়ারেন্টানে ছিলো ৬৯০ জন।
হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সবাই ইতিমধ্যেই ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ করে যার যার বাড়িতে ফিরে গেছে।
তাদের মধ্যে আজ পর্যন্ত কারোর শরীরে করোনা ভাইরাস সনাক্ত সনাক্ত হয়নি। মহালছড়িতে এই পর্যন্ত ৩৮ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। যার মধ্য থেকে আজ পর্যন্ত ১৬ জনের রিপোর্ট পাওয়া যায়। ১৬ জনের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ