1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে জিপিএ-৫ পেয়েছে একই বিদ্যালয়ের ৫ জন - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে জিপিএ-৫ পেয়েছে একই বিদ্যালয়ের ৫ জন

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৫ জন।
উপজেলার সবকটি জিপিএ-৫ এ বাজার উচ্চ বিদ্যালয় থেকেই বলে এখন পর্যন্ত জানা গেছে।
জিপিএ-৫ পাওয়া মেরাজের রোল ১২৪৪৯৩। সে সাঁওতাল পাড়ার আবদুল মান্নান ও সাহেনা বেগমের সন্তান। সাজিবুল ইসলামের রোল ১২৪২৯৬  সে কলাবাগানের এনায়েত হোসেন ও সেলিনা আক্তারের সন্তান। অন্যন্যা দেওয়ানের রোল ১২৪৪৬৭, সে টিএন্ডটি টিলার সুচিন্ত দেওয়ান ও আকাশী চাকমার কণ্যা। অবনী ত্রিপুরার রোল ১২৪৪৯৫, সে টিএন্ডটি টিলার ললেন্দ্র লাল ত্রিপুরা ও স্বপ্না দেবী ত্রিপুরার কণ্যা। অর্পিতা শীলের  রোল ১২৪৪৬৯ সে পানছড়ি বাজার এলাকার উজ্জ্বল শীল ও শিপ্রা শীলের কন্যা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ