1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অসহায়দের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মানবিক সহায়তা অব্যাহত - আলোকিত খাগড়াছড়ি

অসহায়দের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মানবিক সহায়তা অব্যাহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের  ধুমনিঘাট, বিজিতলা, দাতকুপিয়া এবং ভুয়াছড়ি এলাকায় বসবাসরত অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
পাহাড়ি অঞ্চলগুলো অত্যন্ত দূর্গম হওয়ায় সাধারণ মানুষের কাছে যথাযথ সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য একটি ব্যাপার। আর এই কাজটিই সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন। সেনাবাহিনীর এই ধরনের কাজে ভীষণ খুশি তারা।
করোনা মহামারীর প্রাক্কালেই জনসাধারণের পাশে এসে দাড়িয়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী। যতদিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন বাংলাদেশ  সেনাবাহিনী করোনায় কর্মহীনদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ