শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মাটিরাঙ্গায় মশক নিধন কার্যক্রম শুরু করেছে মাটিরাঙ্গা পৌরসভা।
শুক্রবার (২৬ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সের চত্বর থেকে সপ্তাহ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামসুল হক।
এ সময় মাটিরাঙ্গা পৌরসভার ফগার মেশিন দিয়ে অত্র পৌর এলাকার বিভিন্ন স্থানে স্প্রে করা হয়।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক বলেন, এডিস মশার কামড়ে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায়ও ডেঙ্গু রোগীর পাওয়া গেছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে। বাঁচতে হলে এডিস মশা নিয়মিত নিধন করতেই হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এ বিষয়ে প্রত্যেককে সচেতন থাকারও আহবান জানান তিনি।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানের মেয়র মো. আলাউদ্দিন লিটন, পৌর কাউন্সিলর মো. এমরান হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।