1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২ - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় রেজাউল হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। আহতদের মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বুদংপাড়া  নামক স্থানে এ দূঘর্টনা ঘটে। নিহত  রেজাউল হোসেন  গুইমারা  উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড় পিলাক গ্রামের রশিদ হোসেনের ছেলে।
খবর পেয়ে গুইমারা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে মাটিরাঙ্গা  সরকারী হাসপাতালে প্রেরণ করেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাটিরাঙ্গা উপজেলা থেকে মোটরসাইকেল যোগে গুইমারায় নিজ বাসায়  যাচ্ছিলেন নিহত মোঃ রেজাউল হোসেন  ও তার দুই বন্ধুু। পথিমধ্যে গুইমারা সদর ইউনিয়নের বুদংপাড়া এলাকায় পৌঁছামাত্র মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাক দুইটার মাঝখানে পড়ে যায়। এতে রেজাউল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার দুই বন্ধু।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ