১৫ আগস্ট পালনের লক্ষ্যে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা
প্রকাশিতঃ
শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
১৬
বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
আসন্ন ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টা থেকে পানছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল মোমিন। এ সময় ১৫ আগষ্টের কর্মসুচী সবাইকে জানিয়ে দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বিজয় কুমার দেবের মায়ের মুত্যুতে শোক প্রস্তাব আনা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব সহ সিনিয়র নেতৃবৃন্ধ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।