নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটে আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলাকৌশল শীর্ষক দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
আইপিএমআইএল বাংলাদেশের আয়োজন ও অর্থায়নে এই কৃষক প্রশিক্ষণ বাস্তবায়ন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ব শাখা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আইপিএম খাগড়াছড়ির গবেষক ড. মুন্সি রাশীদ আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক আইপিএমআইএল উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বাংলাদেশের সমন্বয়ক মোঃ ইউসুফ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইপিএমএলের প্রধান গবেষক ড. মোঃ শাহাদাৎ হোসেন, খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম রহমান, খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা গৌরাঙ্গ পাল।
এই প্রশিক্ষণে ২য় দিনের মত ৫০ জন কৃষককে নিয়ে এই কৃষক প্রশিক্ষণ শেষ হয়। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) আরও ৫০ জন কৃষক আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলা কৌশল শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দু’দিনে খাগড়াছড়ির আট মাইল, সাত মাইল, আলুটিলা, গাছবান, প্রতাপ পাড়া সহ বিভিন্ন এলাকা থেকে মোট ১০০ জন কৃষক আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলা কৌশল শীর্ষক এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।