শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার আবুল খায়ের মো.মোখলেছুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা,মৎস্যচাষী মো.ওয়ালী উল্যাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য জীবিগণ উপস্থিত ছিলেন।
মৎস্য পোনা অবমুক্ত করনের পর মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম বলেন, মাটিরাঙ্গা উপজেলায় অনেক পুকুর,লেক,বা জলাশয় রয়েছে যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে অত্র উপজেলায় মাছের চাহিদাপুরন সহ মৎস্যচাষীগণ আর্থিক সচ্ছলতা অর্জন করবে। তিনি আরো বলেন,সরকার মৎস্যচাষকে এগিয়ে নিতে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এতে করে
মৎস্য চাষে আর্থিক সচ্ছলতাসহ দেশের অর্থনীতি সম্বৃদ্ধ হচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুর রহমান জানান,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুকুর সহ অত্র উপজেলাধীন ৫৫টি প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।