1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় দুর্যোগ প্রশমন দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৬ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

বর্ণাঢ্য  আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ কর্মসুচীর আয়োজন করে।

শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ববি, উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুর রহমান ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো. আমান উল্যাহ খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, উপজেলা সমাজ সেবা অফিসার বাদশা ফয়সাল ও সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, ইমামা-ওলামা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একই সময়ে যে কোন দুর্যোগ পরিস্থিতিকালীন সময়ে আমাদের করণীয় কি সে বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মহড়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ