শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে মাটিরাঙ্গা প্রেস ক্লাব।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রেস ক্লাবের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন তাকে। একই সময়ে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ও সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো.শামসুদ্দিন ভুঁইয়াকে বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।
মুহাম্মদ আলী,২০০৭ সালে পুলিশ ক্যাডেট (এস আই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০০৮ সালে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপিতে যোগদান করেন। কর্মজীবনে কৃতিত্বের জন্য ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান তিনি।
পদোন্নতি লাভের পর ২০১৮ সালে মানিকছড়ি এবং তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এবং ২৩ অক্টোবর মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত হন।
এসময় মাটিরাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, সহ-সভাপতি মো.জসিম উদ্দিন জয়নাল, যুগ্মসম্পাদক সাগর চক্রবর্তী কমল, অর্থসম্পাদক অন্তর মাহমুদ ও সাংবাদিক মো. আবুল হাসেম সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার কথা স্মরণ করে বিদায়ী বক্তব্যে বিদায়ী অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, মাটিরাঙ্গায় সবসময়ই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপুর্ন সম্পর্ক ছিল।
মাটিরাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী মাটিরাঙ্গাকে মাদকমুক্ত রাখার কথা উল্লেখ করে বলেন,মাটিরাঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা কামনা করেন।