1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রিছাং ঝর্ণার পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু - আলোকিত খাগড়াছড়ি

রিছাং ঝর্ণার পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত দুই পর্যটকের নাম অপু চন্দ্র দাশ (২২) ও প্রীতম দেবনাথ (১৮)।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। নিহত প্রিতম খাগড়াছড়ি রুখাই চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত দুলাল দেব নাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মূল রিছাং ঝরনার উপরে আরেকটি ঝরনা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। সেখানে একটি গভীর খাদ রয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহতরা ওই ঝরনায় গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন,  স্থানীয়দের বরাতে খবর পেয়ে রিছাং ঝর্ণা থেকে আমরা দুই পর্যটকের লাশ উদ্ধার করেছি। পর্যটক দুইজন ঝর্ণায় গোসল করতে গিয়ে গভীর খাদে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতদের আত্মীয় সূত্রে জানতে পেরেছি তারা সাতার জানতেন না। নিহদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ