নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন নাড়াইছড়ি ধনপাতাছড়া-বাবুছড়া সড়ক দুর্ঘটনায় স্মৃতিময় চাকমা (৪০) নামে ১ জন নিহত হয়েেছন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে দীঘিনালার বাবুছড়া থেকে যাত্রীবাহী একটি মাহিন্দ্র ধনপাতাছড়ি নাড়াইছড়ি যাওয়ার পথে সোনামিয়া টিলা নামক এলাকায় ব্রেক ফেল করে উল্টে যায়। এতে ৪ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজনের সহযোগিতায় দীঘিনালা হাসপাতালে আনার পথে ১ জন মারা যায়। বাকি ৩ জনকে দীঘিনালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
আহতরা হলেন নাড়াইছড়ি সূর্য মুখী চাকমা (৩৫), একই এলাকার ঘধেন চাকমার স্ত্রী সঞ্চিতা চাকমা (৩০), ভাইবোন ছড়ার বাটু মারমার ছেলে সুইপ্রু মারমা (৫৭)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দূর্ঘটনা রোধে চালকদের আরও সচেতনতার সাথে গাড়ি চালানো উচিত।