নিজস্ব প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় কাউন্সিল পদে এসেছে পাঁচ নতুন মুখ। এরা হলো ২ নং ওয়ার্ডের মানিক পাটোয়ারী। তিনি ৭৪৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৪ নং ওয়ার্ডের বাচ্চুমনি চাকমা। তিনি পেয়েছেন ৬৬৬ ভোট। ৬ নং ওয়ার্ডের মো. রেজাউল করিম। সবচেয়ে কমবয়সী এই তরুন ৮১১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ৯ নং ওয়ার্ডের রিটন তালুকদার। তিনি পেয়েছেন ৬৩৪ ভোট।
এছাড়াও ১নং ওর্য়াডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছে অতীশ চাকমা। ৩ নং ওয়ার্ডে ১৪৩৩ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। ৫নং ওয়ার্ডে ৭৯৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হন আব্দুল মজিদ। ৭ নং ওয়ার্ডের মংরে মারমা। তিনি পেয়েছেন ১৫৮৩ ভোট। ৮নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পরিমল দেবনাথ। তিনি পেয়েছেন ১২১২ ভোট।
এবারে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ড থেকে ৪০জন সাধারণ কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
খাগড়াছড়ি পৌরসভায় এবারে মোট ভোটার সংখ্যা ছিল ৩৭ হাজার ৮৭জন। এর মধ্য পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭৩৬ জন।