নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নতুন মুখ এসেছে। পুরনোদের মধ্যেই বাকি দুইজন।
এই নতুন মুখ হলেন উক্রেইঞো মারমা। তিনি ৩ নং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে ২৪৬৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়শা আক্তার। তিনি পেয়েছেন ২২৩৫ ভোট।
১ নং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১, ২, ৩ নং ওয়ার্ডে ৫৫৬৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হন সালেহা রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরর্বী রানী দে পেয়েছে ১৪৪৯ ভোট।
এছাড়াও ২নং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ৪, ৫, ৬ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার। তিনি পেয়েছেন ২৭৭০ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তরা খীসা পেয়েছেন ২৩২১ ভোট।
এবারে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ড থেকে ৪০জন সাধারণ কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
খাগড়াছড়ি পৌরসভায় এবারে মোট ভোটার সংখ্যা ছিল ৩৭ হাজার ৮৭জন। এর মধ্য পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭৩৬ জন।