শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালার রশিক নগর সড়কে ২টি থ্রি হুইলারের (মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
শনিবার সকালে দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকা হতে বোয়ালখালীগামী থ্রি হুইলারের সাথে অপর দিক থেকে আসা থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সুভাষ চন্দ্র নাথ নামে ১ জন নিহত হয়। এ সময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, নিহত সুভাস চন্দ্র নাথ রশিক নগর এলাকার মৃত হিরেন্দ্র চন্দ্র নাথের ছেলে। তিনি মাহিন্দ্র চড়ে বোয়ালখালী হাট-বাজারে যাচ্ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকদের অসাবধানতা এবং বেপরোয়া গতির কারণেই সড়কে দূর্ঘটনাগুলো ঘটছে। দূর্ঘটনা রোধে চালকদের সচেতনতার বিকল্প নেই।