1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫ বার পড়া হয়েছে

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

আগামী ১৪ ই ফেব্রুয়ারি ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র মোঃ সামছুল হক।

সোমবার (১ ফেব্রুয়ারী ) সকাল ১০টার দিকে মাষ্টার পাড়ায় তার বাসভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সামছুল হক আগামী পৌর নির্বাচনে নির্বাচিত হয়ে পৌর এলাকায় শতভাগ উন্নয়ন করা হবে উল্লেখ করে বলেন,ইতিমধ্যে এলজিইডির১৭৭টি প্রকল্প দাখিল করা হয়েছে,নির্বাচনের পর পরই এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। মাটিরাঙ্গায় বিনোদনের ব্যাবস্থা উন্নত করার লক্ষ্যে জলপাহাড় কে আরো আধুনিকায়ন ও উন্নত করে সাজানো হবে। মাটিরাঙ্গার ধলিয়া লেক কে আকর্ষনীয়  করা হবে একই সাথে লেক দখলকারীদের উচ্ছদসহ স্থায়ী ড্রেনেজ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ধলিয়া খালকে কেন্দ্র করে একটি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র করা হবে বলে জানান তিনি।

মাটিরাঙ্গার জনগণের দীর্ঘদিনের দাবিকে গ্রাহ্য করে একটি পৌর টার্মিনাল গঠন করার লক্ষ্যে ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য সংলিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে।

নির্বাচনে বহিরাগতদরা প্রভাব বিস্তার করছে এমন অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,বহিরাগত প্রভাব বিস্তার নিতান্তই গুজব ভোটাররাই আমার জন্য যতেষ্ট। পৌরবাসির প্রতি আমার আস্থা রয়েছে,

গত নির্বাচনে শতভাগ প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,বিভিন্ন কারণে শতভাগ সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এবার নির্বাচিত হলে শতভাগ উন্নয়ন করা হবে এবং পাশাপাশি অসমাপ্ত  প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

বিএনপির প্রার্থীদের প্রচার প্রচারণায় ক্ষমতাসীনদের প্রাভাব বিস্তার করছে এমন অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির অহেতুক অভিযোগ করা তাদের স্বভাবে পরিণত হয়েছে। তাদেরকে কোন ধরণের প্রচারনায় বাধা প্রদান করা হয় নি।

তিনি আরো বলেন,নির্বাচনে তিনটি চাহিদাকে অগ্রাধিকার দেয়া হবে,অভিভাবক ও শিক্ষার্থীদের চাহিদানুযায়ী পৌর এলাকায় নতুন করে আরেকটি উচ্চ বিদ্যালয় স্থাপন,পৌর টার্মিনাল নির্মাণ,পৌর এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে লাইটিং ও পানীয় জলের ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ