1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা পৌর নির্বাচনে থাকছে না সাধারণ ছুটি - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা পৌর নির্বাচনে থাকছে না সাধারণ ছুটি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এই নির্বাচনে ভোটগ্রহণের দিন মাটিরাঙ্গা পৌর এলাকায় সাধারণ ছুটি থাকছে না।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ হেলালুজ্জামান সরকারের স্বাক্ষরিত এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অংশে ৩৭নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদামোতাবেক ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ৫৬টি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ রবিবার সাধারণ ছুটির প্রয়োজন হবে না। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮০ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৬৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ