1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রাত ১২টা থেকে বন্ধ হচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনী প্রচারণা - আলোকিত খাগড়াছড়ি

রাত ১২টা থেকে বন্ধ হচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনী প্রচারণা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শেষ মূর্হুতের প্রচার প্রচারণায় মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীগণ বেশ ব্যস্ত সময় পার করছেন।
৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌর নির্বাচনে যথারীতি জাতীয় নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে আজ রাত ১২টা থেকে নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরণের প্রচার প্রচারণা মিছিল মিটিং সমাবেশে নিষেধ রয়েছে। ইতিমধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  নির্বাচনী সহিংসতা রোধে দেয়া হচ্ছে চার স্তরের বাড়তি নিরাপত্তা। তাছাড়া ৯টি কেন্দ্রের জন্য ৯জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচন কালীন দায়িত্ব পালন করবেন।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন। ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৩নং সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নাব বিবি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চুড়ান্ত ভাবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩জন মেয়র প্রার্থী,আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়বেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান মেয়র মো.সামছুল হক, মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মাটিরাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, ধালনের শীষ প্রতীক নিয়ে লড়বেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনিত প্রার্থী মোঃ শাহজালাল কাজল।
প্রসঙ্গত,মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ