নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শতাধিক পরিবারকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান সুমন চন্দ্র নাথ প্রবীর, যুব প্রধান সুজল চৌধুরী, উপ-যুব প্রধান হাসান মোর্শেদ রিফাত প্রমুখ।
যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ব্রাঞ্চের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ দিদারুল আলম (রাফি) জানান, মানবিক সহায়তা হিসেবে খাগড়াছড়ি জেলা সদর ও আট উপজেলায় হতদরিদ্র ১’হাজার পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে রেড ক্রিসেন্ট।