1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় ঝরে গেল স্কুল শিক্ষকের প্রাণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় ঝরে গেল স্কুল শিক্ষকের প্রাণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় নির্মল জ্যোতি চাকমা (৩৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় দীঘিনালা-লংগদু সড়কের রাবার বাগান নামক এলাকায় জীপগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নির্মল জ্যোতি চাকমা (৩৫) চংড়াছড়ির রঞ্জণমনি কার্বারী পাড়ার শশীদানন্দ চাকমার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় দীঘিনালার মেরুং  ইউনিয়নের রাবার বাগান এলাকায় লংগদু হতে মোটরসাইকেলে দীঘিনালা আসার পথে অপর দিক থেকে ছেড়ে আসা জীপগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নির্মল জ্যোতি চাকমা নিহত হয়৷
নিহত নির্মল জ্যোতি চাকমা(৪৫) মেরুং ইউনিয়নের চংড়াছড়ি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ