1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
আবারও ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা - আলোকিত খাগড়াছড়ি

আবারও ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
কিছুদিনের ব্যবধানে খাগড়াছড়ির পানছড়িতে আবারও সাগর ত্রিপুরা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাবেক এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দৃুর্বৃত্তরা।

রোববার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। সাগর ত্রিপুরা (৩৫) মরাটিলা এলাকার অনি মোহন ত্রিপুরার ছেলে।

এর আগে গত ২৫ জুন দিবাগত রাতে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মী অমর জীবন চাকমা (৪০)কে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। সে ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হলেও এখনো এর কোন ক্লু বের করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগর সকালে বাড়ি থেকে দোকানে আসে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ