নিজস্ব প্রতিনিধি:
“মানবতার সেবা, দেশ-প্রেম ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ” এই শ্লোগানে খাগড়াছড়ির দীঘিনালায় “খেদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ সংগঠন” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিন সন পুর গ্রামের যুবকদের নিয়ে গঠিত এই সংগঠন আনুষ্ঠানিকভাবে এর কার্যালয় উদ্বোধন করেন। এর আগে সকালে বৃষ্টিতে ভিজে সংগঠনের সকল সদস্যরা মিলে স্থানীয় কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন।
খেদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম উদ্বোধন করেন, পূর্ব হাচিন সন পুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাচিন সনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন বিন সূরুজ, পূর্ব হাচিন সনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাউসার আজীজি, হাফেজ মাওলানা মো. ইদ্রিস, মুফতি আব্দুল মুমিন, পূর্ব হাচিন সন পুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ। এ এসময় এলাকার গন্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের আয়োজকরা বলেন, আমরা মূলত সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সংগঠনের মাধ্যমে মানবতার সেবা, দেশ-প্রেম ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। তাছাড়া আমরা বিভিন্ন সময়ে সমাজের মানুষের জন্য বিভিন্ন আর্থিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো। আমাদের সংগঠনটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন । এই সংগঠনে দল মত নির্বিশেষে সকলে কাজ করতে পারবে। আমরা মনে করি আমরা সকলে মিলে কাজ করলে আমাদের সমাজ একটি আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হবে, আমাদের সমাজে কোন সমস্যা থাকবে না। বিভিন্ন স্কুল পড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে”।
এছাড়াও তরুণ ও বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা, দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মাদক রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ, যৌতুক বিরোধী কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান, ইভটিজিং প্রতিরোধ, বৃক্ষরোপন কর্মসূচি সহ আরও অনেক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করবে এই সামাজিক সংগঠনটি।
অনুষ্ঠান শেষে খেদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মসজিদে জন্য বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।