1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন কর্তৃক অসহায়, হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সদর জোনের আওতাধীন বড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক উপজাতীয় জনগোষ্ঠীর হতদরিদ্রের মাঝে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবার এ মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত করার কথা  জানান সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল তৌফিকুল বারী জানান, ‘চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ