1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত- আহত ১২ - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত- আহত ১২

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় শান্তি পরিবহনের একটি বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম মো. সাইফুল ইসলাম (৪০)। তিনি বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে। এ ঘটনায় ২জন বিজিবি সদস্য সহ অন্তত আরও ১২ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (১৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি থেকে আসা (ঢাকা মেট্রো- ব, ১৪-১৪৮৩) এর সাথে খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত বিজিবির দুই সদস্য নায়েক মিলন শেখ(৫০) ও সহকারী নায়েক কামরুজ্জামান(৩৩) কে গুইমারা বিজিবি হাসপাতাল ও বাকিদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান এর সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ