নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি রামগড় জোনের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে নানান পন্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ৪৩ বিজিবির সদর দপ্তরে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ অসহায়দের মাঝে পন্য সামগ্রী হিসেবে সেলাই মেশিন, বৈদ্যুতিক পাখা, খাদ্য সামগ্রী (চাল,ডাল,চিনি,তেল,লবণ ইত্যাদি) ও নগদ অর্থসহ শাড়ি, লুঙ্গী, থামি বিতরণ করেন।
রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত দুস্থ অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পন্য সামগ্রী বিতরণ করেন ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আনোয়ারুল মাযহার।
পন্য সামগ্রী বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল মাযহার বলেন, ‘আমরা বরাবরই অসহায়দের পাশে দাঁড়িয়েছি। সম্প্রীতি এবং উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময়। ঈদ সামগ্রী বিতরণকালে বিজিবির পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।