1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি লোকমান হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রামগড় থানাধীন পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় তালমুনিপাড়া গ্রামে জমিতে কাজ করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। সে তালমনিপাড়া (নাকাপা) এলাকার মৃত আব্দুল আজিজ এর পুত্র।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর দিক নির্দেশনায় এবং এসআই(নিঃ) সামছুল আমিনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) খলিলুর রহমান, কনস্টেবল পূজন চন্দ্র নাথ সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর মামলা নম্বর ২৭৩/১২, এর ওয়ারেন্ট ভুক্ত আসামি লোকমান হোসেন(৩৩)কে গ্রেফতার করা হয়।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘রামগড়ের পাতাছড়া এলাকা হতে লোকমান হোসেন নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর যথাযথ পুলিশ স্কটের মাধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ