নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের আয়োজনে এবং স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাইমুল হক পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য নুর মোহাম্মদ। এছাড়া অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শণের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত ও স্মার্ট বাংলাদেশ। তিনি ছাত্র ছাত্রীদেরকে বলেন তোমাদেরকে স্মার্ট স্টুডেন্ট হতে হবে। স্মার্ট স্টুডেন্টরাই স্মার্ট সিটিজেন হবে।স্মার্ট সিটিজেনরাই স্মার্ট বাংলাদেশ গড়তে পারবে। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।