1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে। এসময় একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) এবং কমল ত্রিপুরার ছেলে দিপু ত্রিপুরা (১৮)।
খাগড়াছড়ি জোন সদর হতে মেজর মো: জোবায়ের মাহমুদ এর নেতৃত্বে একটি  টহলদল এ  অভিযান পরিচালনা করে। পরে আটককৃত সন্ত্রাসীদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ