1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সেনাপ্রধানের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ করেছে গুইমারা সেনা রিজিয়ন - আলোকিত খাগড়াছড়ি

সেনাপ্রধানের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ করেছে গুইমারা সেনা রিজিয়ন

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন নিয়ন্ত্রণাধীন এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সেনা প্রধানের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন সেনা প্রধানের পক্ষে গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ, বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬শত স্থানীয় অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহারের মধ্যে ছিল পোলাও চাল, সাধারণ চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস্‌, গুড়ো দুধ, মুরগী এবং রান্নার মসলাসহ যাবতীয় উপকরণ।
ঈদ উপহার বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন আগত জনসাধারণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের আনন্দের দিন। এই আনন্দ পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যে ঈদ উল ফিতরকে সামনে রেখে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। গুইমারা রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ