1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ির সজ্জন ব্যাক্তি ইব্রাহিম খলিল আর নেই - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ির সজ্জন ব্যাক্তি ইব্রাহিম খলিল আর নেই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে
আলোকিত খাগড়াছড়ি ডেস্ক:
খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ভোর ৬.৫০ মিনিটে চট্টগ্রাম স্পেশালাইজড ট্রিটমেন্ট এন্ড ট্রমা সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুপুর ২.৩০ টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তরুণ এই যুবক মৃত্যুকালে পিতা-মাতা, দুই সন্তান, স্ত্রী, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইব্রাহিম খলিল ব্রেন স্ট্রোক করে প্রথমে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
রাজনৈতিক ব্যাক্তিত্বের বাহিরে তিনি একজন সজ্জন ব্যাক্তি হিসেবে সবার হৃদয় কেড়েছিলেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তার স্বজনরা আলোকিত খাগড়াছড়িকে জানান, গত ২৬ এপ্রিল শ্যালিকার বিয়েতে ফেনী যান ইব্রাহিম। ২৭ এপ্রিল হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তিনি। তৎক্ষণাত নেওয়া হয় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে। ২৮ এপ্রিল মধ্যরাত হতে ২৯ এপ্রিল ভোর রাত পর্যন্ত ৪ঘন্টা ব্রেনে অপারেশন করে চিকিৎসকরা।
অপারেশনের পর থেকে এভারকেয়ারে আইসিওতে তাকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়। এরপর বুধবার আইসিও থেকে বের করে তাকে চট্টগ্রাম স্পেশালাইজড ট্রিটমেন্ট এন্ড ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোর ৬.৫০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ইব্রাহিম খলিল খুবই অমায়িক ছিলেন। রাজনৈতিক ব্যাক্তিত্বের বাহিরে তিনি একজন সজ্জন ব্যাক্তি হিসেবে সবার হৃদয় কেড়েছিলেন। রাজনৈতিক কারণে তিনি অন্তত ৩ ডজন মামলার আসামি হয়েছেন। বহুবার কারাবরণ করেছেন। তিনি বিএনপির মনোনীত গতবার খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনের মেয়র প্রার্থী ছিলেন।
এছাড়াও ইব্রাহিম খলিল খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, খাগড়াছড়ি জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সদস্য, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ