1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মুক্তা ধর - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মুক্তা ধর

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার)।
পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার, খাগড়াছড়ি  মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, পুলিশ লাইন্স মেস, ক্যান্টিন, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা সহ রিজার্ভ অফিস -এর সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে জনগণের সার্বিক কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহব্বান সহ পুলিশ লাইন্সের পতিত জায়গায় বিভিন্ন রকম মৌসুমী সবজি চাষ ও ফলজ বৃক্ষ রোপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় খাগড়াছড়ি  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম , অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) নাজিম উদ্দীন, অতিরিক্ত  পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ