1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন।
শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার হাচিনসন পুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৪০ টি ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মাঝে জোন কমান্ডারের পক্ষে ত্রাণ বিতরণ করেন জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক।
এর আগে গত দুইদিন উপজেলার কবাখালী এবং মেরুং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করে দীঘিনালা জোন।
ত্রাণসামগ্রী বিতরণকালে দীঘিনালা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যাণে কাজ করে থাকে। নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যাকবলিতদের সকল ধরনের সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণের সময় কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), ৪ নং ওয়ার্ড মেম্বার মো. ইউনুছ মিয়াসঅহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ