1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে হত দরিদ্র, গরীব-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে সেক্টর কমান্ডারের পক্ষে খাগড়াছড়ি ৩২ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. এমদাদুল হক উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় খাগড়াছড়ি ৩২ বিজিবি জোনের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের বঙ্গবন্ধু আবাসন প্রকল্প, ৮ ও ৯ নং ওয়ার্ডের ২৫০ টি অসহায়, হত-দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও আলু।
খাদ্যসামগ্রী হাতে পেয়ে বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের বাসিন্দা রমিজা খাতুন উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি বলেন, সম্প্রতি বন্যা হওয়ায় বাহিরে কোথাও আমাদের কোন কাজ-কর্ম ছিলনা৷ খুব কষ্টে দিনাতিপাত করছিলাম। এমন সময় বিজিবি আল্লাহর রহমত হিসেবে যেন আমাদের কাছে আসলো। বিজিবির পক্ষ থেকে আমরা খাদ্যসহায়তা পেয়ে অনেক উপকৃত হয়েছি।’
খাগড়াছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সরোজ কান্তি দে বলেন, ‘আমার ৭ সদস্যের পরিবার। খুব কষ্টে আমাদের সংসার চালাতে হয়। বিজিবির পক্ষ থেকে খাদ্যসহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।’
খাদ্যসামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি ৩২ বিজিবি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এমদাদুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বডারগার্ড বাংলাদেশ খাগড়াছড়ি সেক্টর কর্তৃক হত-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আমাদের এ মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ