1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৫৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানার পুলিশ। ধর্ষক বৃদ্ধার নাম রইস উদ্দিন। তিনি খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শাহেদ আলীর সন্তান।
পুলিশ জানায়, গতকাল ২৭ নভেম্বর সকাল আনুমানিক ১০.৩০ মিনিট হতে ১১ টার মধ্যে আসামি রইস উদ্দিন শালবনের রসুলপুরস্থ ভাড়া বাসায় ভিকটিম শিশু (৩)কে এ ধর্ষণের ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
এরপর ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধারার ৯(১) এ একটি মামলা রুজু হয়। মামলা রুজুর সাথে সাথে খাগড়াছড়ি সদর থানার বিশেষ টিমের চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মূল আসামী মৃত শাহেদ আলীর ছেলে রইস মিয়া (৫৩) কে ভাড়া বাসা হতে গ্রফেতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমকিভাবে স্বীকার করেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান বলেন, ‘খাগড়াছড়ি জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণে আমরা খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এর সুদক্ষ দিকনির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শালবনে শিশু ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে সু-চিকিৎসার জন্য র্বতমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ