1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে দৈনিক সাঙ্গু'র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে দৈনিক সাঙ্গু’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক ‘সাঙ্গু’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে খাগড়াছড়ি আদালত চত্ত্বর এলাকায় দৈনিক সাঙ্গু খাগড়াছড়ি প্রতিনিধি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সূচনা করেন অতিথিরা।
দৈনিক সাঙ্গু’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো. জুলহাস উদ্দিন।
এসময় দৈনিক মানবজমিন পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. আবদুর রউফ, যায়যায় দিন এর জেলা প্রতিনিধি রিপন সরকার, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. জাফর সবুজ, দৈনিক জনতা জেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম হৃদয়, সাংবাদিক নূর মোহাম্মদ হৃদয়, আকতার হোসেন, জ্যাক ত্রিপুরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক সাঙ্গু পত্রিকাকে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, ‘প্রথম থেকেই সাঙ্গু পত্রিকা ভালোভাবে শুরু করেছে। সাঙ্গু পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদের কারণে পাঠকের মনে স্থান করে নিতে পেরেছে। বেশকিছু আলোচিত রিপোর্ট করে এটি তার মাপকাঠির প্রমাণ দিয়েছে। এই পত্রিকা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। দৈনিক সাঙ্গু স্তুনিষ্ঠতা, সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ